সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬৫ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠান লগ্ন হতে লেখাপড়া ও অন্যান্য সহক্রমিক কার্যক্রমে বিদ্যালয়টি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে। স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বত্তোম ব্যবহারের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করায় সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যোলয়ে ডায়নামিক ওয়েব সাইট তৈরি করা হয়েছে। ফলে বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ তথা তথ্য আদান প্রদানের কার্যক্রম সঠিক ও সুষ্ঠভাবে পরিচালিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে মহান আল্লাহ তায়ালার দরবারে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সংশ্লিষ্ট সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। .