এই বিদ্যালয়টির প্রতিষ্ঠার ইতিহাস অতি পুরনো। বহুকাল আগে এখানে এম.ই স্কুল নামে একটি বিদ্যালয়ের অস্তিত্ব খুজেঁ পাওয়া যায়, যার ইতিহাস সম্পর্কে কিছু জানা যায়নি । বিদ্যালয়টি যখন ধ্বংসপ্রায় তখন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যুৎসাহী ব্যক্তিত্ব এবং তৎকালীন মহিষার ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব হোসেন আলী সরদার এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । ইহার নামকরণ করা হয় অত্র গ্রামের নামে-“সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়”। বিদ্যালয়টি একটি ছায়াঢাকা-পাখিডাকা মনোরম পরিবেশে অবস্থিত । বর্তমানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, শরিয়তপুর জেলার পল্লী বিদ্যুত সমিতির বার বার নির্বাচিত সভাপতি জনাব হাজী ফিরোজ হোসেন খান সাহেবের যোগ্য ব্যাবস্থাপনায় এবং অত্র বিদ্যালযের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব সঞ্জিৎ কুমার বারুরী সাহেবের নেতৃত্বে অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে । বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতির সোপানে এগিয়ে চলছে ।